৩১ জানুয়ারী, ২০২৪ ১১:৫০ এএম

ডা. এমরানের সপ্তম বই ‘আইনস্টাইন কিংবা কোয়াসারের গল্প’

ডা. এমরানের সপ্তম বই ‘আইনস্টাইন কিংবা কোয়াসারের গল্প’
ডা. এমরান আহমেদের ‘আইনস্টাইন কিংবা কোয়াসারের গল্প’ বইয়ের প্রচ্ছদ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: এবারের অমর একুশে গ্রন্থমেলা-২০২৪ এ পাওয়া যাবে ডা. এমরান আহমেদের লেখা সপ্তম বই আইনস্টাইন কিংবা কোয়াসারের গল্প। অনুপম প্রকাশনী থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। শুভেচ্ছা মূল্য ধরা হয়েছে ২০০ টাকা।

বইয়ের উপজীব্য

বইয়ের বিষয়বস্তুর নিয়ে আলোচনা করতে গিয়ে ডা. এমরান মেডিভয়েসকে বলেন, কিছুদিন আগে এক প্রাগতৈহাসিক ধূমকেতু আমাদের পৃথিবী ও সূর্যের অনেক কাছাকাছি চলে এসেছিল। সম্প্রতি ভারতের লাদাখের আকাশে দেখা গেছে এই সবুজাভ ধূমকেতু। অনেক বিজ্ঞানী মনে করেন, শনির অন্যতম প্রধান চাঁদ এনসেলেডাসের বরফের পুরু আস্তরণের নিচে রয়েছে প্রবাহমান সাগর। সম্প্রতি ন্যাচার এস্ট্রোনমিতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সম্ভবত এনসেলেডাসের এই সাগর বেশ দীর্ঘ সময় ধরে প্রবাহমান। যে কারণে এখানে প্রাণ সৃষ্টি হবার মতো যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

কোয়াসার হল মহাকাশে অবস্থিত এক রহস্যময় জ্যোতিষ্ক। এরা কিন্তু নক্ষত্র নয়, অথচ বিপুল আলো নিঃসরণ করতে পারে। মহাকাশে অবস্থিত কোয়াসারগুলো কখনও কখনও এতাটাই উজ্জ্বল হয়, এরা যে গ্যালাক্সিতে অবস্থান করে অনেক সময় এদের উজ্জ্বলতার কারণে সেই গ্যালাক্সিকেই দেখা যায় না। 

আচ্ছা, এমন একটি সম্যা কি আসতে পারে যখন আমাদের এই পৃথিবী তার অন্তিমদশায় পৌঁছাবে?

সম্প্রতি জ্যোতির্বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এমন একটি বাহ্যগ্রহ বা এক্সোপ্ল্যানেট, যার গতিপথ এবং সামগ্রিক অবস্থা পর্যালোচনা করে তারা পৃথিবীর অন্তিমুহূর্ত অনুধাবন করতে পারবেন।

বইটিতে এসেছে মহান বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের কথা। তিনি ছিলেন একজন বিশ্ববিখ্যাত তত্ত্বীয় পদার্থবিদ। আইনস্টাইন বিশ্বাস করতেন, বিজ্ঞান মানুষের কল্যাণের জন্য, মানবতাকে ধ্বংস করার জন্য নয়। বিজ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কারের পরও অনেকেই তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বিস্ফোরণের জন্য দায়ী করে থাকেন। এমন দাবি আসলে কতটুকু যুক্তিযুক্ত, কিংবা এর কতটা গ্রহণযোগ্যতা রয়েছে?

বিজ্ঞানের এমন অনেক নতুন বিষয়কে আপনাদের সামনে আনবার চেষ্টা করেছি এই আইনস্টাইন কিংবা কোয়াসারের গল্পে।

লেখক পরিচিতি

এমরান আহমেদ, পেশায় একজন চিকিৎসক। জন্ম ১৩ অক্টোবর, ১৯৮৮ কুষ্টিয়ায় নানা বাড়িতে। পড়াশোনার হাতেখড়িটা হয় বাবার কাছেই। খুলনা বিদুৎকেন্দ্র মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক, খুলনা নৌবাহিনী কলেজ থেকে কৃতিত্বের সাথে উচ্চমাধ্যমিক শেষে ভর্তি হন খুলনা মেডিকেল কলেজে। চাকরিজীবনে একটি স্বনামধন্য মেডিকেল কলেজে ফরেনসিক মেডিসিন বিভাগে প্রভাষক হিসেবে কাজ করেছেন।

পরবর্তীতে বিসিএসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মেডিকেল অফিসার পদে দীর্ঘদিন কর্মরত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে চিকিৎসাবিদ্যায় উচ্চশিক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেপুটেশনে রয়েছেন ডা. এমরান।

মহাকাশবিদ্যা, আর্কিয়োলজি নিয়ে তার প্রচণ্ড আগ্রহ। মেডিকেল ছাত্রাবস্থায় তাঁর লেখালেখির শুরু। বর্তমানে বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা, বিজ্ঞানচিন্তা, রহস্যপত্রিকা, কিশোর বাংলা, বাতায়ন, দৈনিক কালের কণ্ঠ, দৈনিক বাংলাসহ বেশ কিছু স্বনামধন্য পত্রিকা এবং বিজ্ঞান ব্লগ, কসমিক কালচারসহ বেশ কিছু অনলাইন পোর্টালে নিয়মিত লিখছেন।

মহাজাগতিক প্রাণের খোঁজে নামে তাঁর একটি বিজ্ঞান বিষয়ক প্রবন্ধের বই প্রকাশিত হয়েছে। তা ছাড়া আইসফল নামে ডেভিড উডের একটি থ্রিলার অনুবাদ করেছেন। প্রকাশিত হয়েছে মৌলিক গল্প সংকলন, এনাটমি ডিসেকশন রুম। দেশের প্রখ্যাত বিজ্ঞানলেখক প্রফেসর ড. ফারসীম মান্নান মোহাম্মদীর সাথে যৌথভাবে সম্পাদনা করেছেন, এলিয়েন: কল্পনা ও বাস্তব। খুব সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর এক্সোপ্লানেটের সাতকাহন এবং কার্ল সাগান, ব্ল্যাকহোল এবং অন্যান্য প্রসঙ্গ।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অমর একুশে বইমেলা
  এই বিভাগের সর্বাধিক পঠিত