শখের ফটোগ্রাফির আন্তর্জাতিক স্তরে প্রদর্শন – কীভাবে Street View ফিচার ব্যবহার করে তোলা ফ্রেঞ্চ পলিনেশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের ছবির আন্তর্জাতিক স্তরে প্রচার একে স্থানীয় বাসিন্দাদের জন্য লাভজনক করে তুলেছে তা দেখুন।

ফ্রেঞ্চ পলিনেশিয়া – এখানে রয়েছে সাদা বালির সৈকত, প্রকৃতির মাঝে হাইকিংয়ের বিস্তৃত পথ এবং UNESCO-এর একাধিক 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট', যা এই জায়গাটিকে পর্যটকদের গন্তব্য তালিকায় জনপ্রিয় করে তুলেছে। কেউ কেউ যখন এর ব্যাপারে আকাশ কুসুম কল্পনায় বিভোর ছিলেন, ক্রিস্টোফ কোরকড Street View কাজে লাগিয়ে এই জগতের স্বর্গকে নাগালের মধ্যে আনার এক অভিনব উপায় দেখতে পেলেন ও একই সাথে তাহিতির পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করে তুললেন।

১,৮০০ কিমি

ফটো তোলা হয়েছে

১২,০০,০০০টি ছবি

ছবি

মাধ্যমে

৮ হাজার

ভাল রেজোলিউশনের ভিডিও

৮টির বেশি

দ্বীপ

১৮টি

হোটেলের নাম প্রকাশ করা হয়েছে

+৪৫০টি

ব্যবসার তালিকা
তৈরি করা হয়েছে

নতুনকে খুঁজে বের করার আনন্দ তার কাজে মিলেমিশে রয়েছে

ফ্রেঞ্চ পলিনেশিয়ার অসামান্য সৌন্দর্য ও Street View-এর আকর্ষণে অনুপ্রাণিত হয়ে ক্রিস্টোফ ২০১৯ সালে 'Tahiti 360' সংস্থা সেট-আপ করেন। ফ্রেঞ্চ পলিনেশিয়া জুড়ে হাইকিংয়ের বিস্তৃত পথ, সমুদ্র সৈকত সহ প্রসারিত আউটডোর স্পেসের ৩৬০ ডিগ্রিতে ছবি তোলা ও সেগুলি Street View-তে আপলোড করার ক্ষেত্রে এই কোম্পানি বিশেষজ্ঞ হয়ে উঠেছে। ক্রিস্টোফের মূল লক্ষ্য দ্বীপের অধিবাসীদের জীবন ও সংস্কৃতি তুলে ধরা হলেও তিনি এর পাশাপাশি Street View-এর ইনডোর ব্যবসার দৃশ্য আপলোড করেও স্থানীয় ব্যবসার প্রচার করেছেন এবং সেগুলি সবার সামনে তুলে ধরতে সাহায্য করেছেন।

ফ্রেঞ্চ পলিনেশিয়ার ম্যাপিং

ক্রিস্টোফ ও Tahiti 360 সংস্থা এই দ্বীপে আসার পর ও সবকিছু ডিজিটাইজ করার পর একথা বিশ্বাসই হয় না যে, আগে ফ্রেঞ্চ পলিনেশিয়া দেখতে চাইলে স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া ছবিই একমাত্র ভরসা ছিল। বিষয়টি আরও জটিল ছিল কারণ তাহিতি বা বোরা বোরার মতো জায়গাতে রাস্তার কোনও নাম ছিল না। ফলে সেখানকার বাসিন্দা ও বাইরের পর্যটকদের কাছে এসব জায়গাতে রাস্তা খুঁজে পাওয়া রীতিমতো কঠিন ব্যাপার ছিল। আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হল, এর ফলে দমকল কর্মী, বিপদে প্রথম যারা সাহায্য করতে এগিয়ে আসেন এমন নিরাপত্তা কর্মী অথবা পুলিশের মতো জরুরি পরিষেবার ক্ষেত্রে এটি অত্যন্ত সমস্যাজনক বিষয় ছিল।

 

Street View স্থানীয় কমিউনিটিতে খুব লাভজনক প্রভাব ফেলবে এই বিশ্বাস আমার চিরকালই ছিল। নিজের বাড়ি থেকে বাইরে পা রাখার আগেই একটা নির্দিষ্ট জায়গাতে উপস্থিত থাকার মতো অনুভূতি, যাওয়ার আগেই সেই জায়গা চিনে ফেলার মতো বিষয় বরাবরই আমায় বিস্মিত ও মুগ্ধ করেছে। বিশেষত, এটি ফ্রেঞ্চ পলিনেশিয়ার মতো জায়গাতে খুবই কার্যকরী যেখানে রাস্তা চেনার বিষয়টি অনেক সময় বেশ কঠিন হয়ে পড়ে।

-

ক্রিস্টোফ কোরকড, Tahiti 360 সংস্থার প্রতিষ্ঠাতা

 

Google Street View-তে বোরা বোরা ম্যাপিং করা

Street View দ্বীপের জীবনযাত্রাতে কতখানি প্রভাব ফেলতে পারে তা উপলব্ধি করার পরে স্থানীয় কর্তৃপক্ষ Tahiti 360 সংস্থার সাথে মুরিয়া, বোরা বোরা, রাইয়াতিয়া, মউপিতি, হুয়াহিনে, ফকারভা, রাঙ্গিরোয়া ইত্যাদি জায়গার ম্যাপ তৈরি ও সমস্ত রাস্তাকে ম্যাপে উল্লেখ করার কাজে পার্টনারশিপ করেছে। ক্রিস্টোফ ফ্রেঞ্চ পলিনেশিয়ার ১,৮০০ কিমি এলাকা ক্যামেরার মাধ্যমে ধরে রাখার কাজে ঘুরে বেড়ানোর জন্য উঁচু-নিচু থেকে সমতল, সমস্ত জায়গাতে চলতে পারে এমন ধরনের গাড়ি, গল্ফ কার্ট, বিদ্যুতচালিত মোটরবাইক, সমুদ্রে চলা জেট স্কি, এমনকি প্রয়োজনে ঘোড়াও ব্যবহার করেছেন। ক্রিস্টোফের এই কভারেজ ও স্থানীয় কর্তৃপক্ষের শেয়ার করা ভৌগোলিক তথ্যের ফলেই এখন Google Maps-এ তাহিতির ট্রাফিকের লাইভ আপডেট, সবচেয়ে দ্রুত পৌঁছানো যায় এমন রুটের সাজেশন, স্থানীয় ব্যবসার পথনির্দেশ সহজেই পাওয়া সম্ভব হয়েছে। এই বিষয়টি বিশেষ করে জরুরি পরিষেবার কর্মীদের খুব সাহায্য করেছে। এখন এরা গোটা দ্বীপেই আরও ভালভাবে নিজেদের পরিষেবা দিতে পারে। এখানেই শেষ নয়, Tahiti 360 সংস্থার আপলোড করা Street View কাজে লাগিয়ে শহর-কেন্দ্রিক পরিকল্পনা, বিভিন্ন বিল্ডিংয়ের রক্ষণাবেক্ষণ করা ও রাস্তা মেরামতের মতো কাজগুলি আরও সুবিধাজনক হয়েছে।

UNESCO-এর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটকে ভার্চুয়ালি অ্যাক্সেস করুন

Tahiti 360 সংস্থার সবচেয়ে ইমারসিভ ট্যুর হল রাইয়াতিয়া দ্বীপের তপুতাপুয়াতিয়া অঞ্চলের ট্যুর। ফ্রেঞ্চ পলিনেশিয়াতে প্রতি বছর ৩,০০,০০০-এরও বেশি দর্শক আসার পেছনে UNESCO-এর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের বড় ভূমিকা আছে। তবে ক্রিস্টোফ ৩৬০ ডিগ্রিতে এই দ্বীপের সৌন্দর্যকে ধরে রাখার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে একে ভার্চুয়াল পদ্ধতিতে অনুভব করার সুযোগ করে দিয়েছেন। ক্রিস্টোফের Street View-এর উপর প্রকাশিত হওয়া এই কাজ আমাদের স্ক্রিনে বিশ্বের এক বিস্ময়কে তুলে ধরেছে ও আমাদের সবাইকে এর সৌন্দর্যকে দেখার ও অনুভব করার সুযোগ করে দিয়েছে।

সমস্ত দ্বীপকে এর আওতায় আনা নেহাত সহজ কাজ ছিল না আর ক্রিস্টোফ এই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। সম্পূর্ণ বোরা বোরার কোনও অংশ যাতে ৩৬০ ডিগ্রি থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করার জন্য তিনি পুরো দ্বীপ গাড়ি, নৌকা এমনকি কখনও পায়ে হেঁটেও ঘুরে বেড়িয়েছেন। ক্রিস্টোফ মাত্র সাত দিনের মধ্যে সমগ্র দ্বীপকে ম্যাপে উপলভ্য করানোর কাজে ও সবাইকে Street View-তে এর অভিজ্ঞতা পেতে সাহায্য করেছেন।

বোরা বোরার পাশাপাশি ক্রিস্টোফ তাহিতির রাজধানী পাপিতিপিরায়ে শহরের সমস্ত রাস্তারও ফটোগ্রাফি করেছেন। Street View-এর মাধ্যমে খুব পরিষ্কারভাবে দেখা যাওয়ার ফলে এই দুই শহরের জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পেয়েছে।

স্থানীয় ব্যবসাগুলিও Street View-এর মাধ্যমে নিজেদের ব্যবসাকে আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছে। Intercontinental, Manava ও Hilton-এর মতো বড় হোটেল গ্রুপের পাশাপাশি ছোট ব্রেড ও ব্রেকফাস্ট হোটেলগুলিও আন্তর্জাতিক লেভেলে নিজেদের সুযোগ-সুবিধা প্রদর্শন করা ও তার প্রচারের সুযোগ পেয়েছে।

দ্রষ্টব্য জায়গার তালিকাতে আরও নতুন নতুন অঞ্চল যোগ করা হচ্ছে

Tahiti 360 এই বছরের মধ্যেই ফ্রেঞ্চ পলিনেশিয়ার বাকি থাকা দ্বীপগুলি, যেমন, মউপিতি, তাহায়া, মার্কুইসাস, গাম্বিয়ার, অস্ট্রাল দ্বীপ সহ সমগ্র অঞ্চলে ম্যাপিংয়ের কাজ শেষ করে ফেলতে আগ্রহী। এবং এতকিছুর পরেও ফ্রেঞ্চ পলিনেশিয়ার Street View-তে আপলোড করার মতো আরও অনেক এলাকা এখনও বাকি আছে। ক্রিস্টোফ ইতিমধ্যেই তাঁর পরবর্তী রোমাঞ্চকর যাত্রার পরিকল্পনা শুরু করে দিয়েছেন। তিনি ইতিমধ্যেই তার এলাকার স্থানীয় ফ্রেঞ্চ কর্তৃপক্ষের সাথে কাজ করতে সম্মত হয়েছেন। এতে তিনি ৪০০ কিমি রাস্তা সাইকেলে কভার করবেন এবং তার রুটের মধ্যে হর্টিলোননেজেস অফ অ্যামিয়েন্সের ফ্লোটিং গার্ডেন্স এবং Somme Tourisme-এর একটি ট্যুরিস্ট ট্রেনের যাত্রাও অন্তর্ভুক্ত আছে। ক্রিস্টোফ এর পাশাপাশি ২০২৪-এর অলিম্পিক গেমসের সার্ফিং ইভেন্টের হোস্ট টিয়াহুপোও কভার করবেন। এছাড়া এসবের মাঝেই তিনি নিউ ক্যালিডোনিয়া, ওয়ালিস এবং ফিউটুনা দ্বীপকে Street View-এর আওতায় আনতে চান যাতে স্থানীয় মানুষদের জীবনযাত্রা আরও সুবিধাজনক হয় ও আরও বেশি সংখ্যক মানুষ মর্ত্যের এই স্বর্গ ঘুরে দেখতে পারেন।

Street View এমন এক সহযোগী প্ল্যাটফর্ম যেখানে অবদানকারীরা Google Maps-এ ইমারসিভ ছবি প্রকাশের মাধ্যমে কমিউনিটির সমৃদ্ধি ও ব্যবসার উন্নতিতে সাহায্য করার পাশাপাশি বিশ্বের বিস্ময়গুলি সব মানুষের নাগালের মধ্যে এনে দিতে পারেন। সবচেয়ে ভাল কথা হল, যে কেউ Street View-এ নিজের অবদান রাখতে এবং সফলতা পেতে পারেন। এর জন্য শুধু দরকার প্রথমবারের অবদানের সাথে কাজ শুরু করা।

আরও এক্সপ্লোর করুন

নিজের Street View ছবি শেয়ার করুন